শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন যুব সংঘ’র উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

 

এম.এ হাসনাত,মিরসরাই প্রতিনিধি

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে মিরসরাইয়ের সাহেরখালী বাজারে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শনিবার ( ২০ মার্চ) মিরসরাইয়ের সামাজিক সংগঠন সৃজন যুব সংঘ’র উদ্যোগে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্য সাহেরখালী বাজারে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। গ্রীন বাংলা এগ্রো কমপ্লেক্সের আর্থিক সহযোগীতায়
সৃজন যুব সংঘ’র উদ্যোগে প্রায় ২ শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন সাহেরখালি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শামীম বিন আজাদ, সৃজন যুব সংঘের আজীবন সদস্য মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য মিঠুন মিনহাজ, মিরসরাই ব্লাড ডোনার সোসাইটির এডমিন মিশু মজুমদার, কার্যকরী সদস্য এমদাদ হোসেন রিগান, নাঈমসহ প্রমুখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম, সহ-সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জয় বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আবু নোমান, অর্থ সম্পাদক অনিক চন্দ্র দাশ, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক গোলাম নুর হোসেন, প্রচার সম্পাদক আসিকুল নবি সাকিব, সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক তাপস নাথ, সদস্য তুষার উদ্দিন জুলাষ, হৃদয় দাশ, শাখাওয়াত হোসেন, জাহিদ হোসেনসহ প্রমুখ।

সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম বলেন, রক্তদানের বিষয়ে মানুষের ভিতর এখনো ভয় কাজ করে। এই বিষয়ে মানুষ এখনো সচেতন নয়। রক্তদানে উৎসাহিত করার জন্য আমাদের এই কর্মসূচী। এছাড়াও জরুরি প্রয়োজনে মানুষকে রক্তের গ্রুপ জানা জরুরি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype