

বিনোদন ডেস্ক : আলোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা এবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
ছবিটিতে মিথিলার বিপরীতে অভিনয় করবেন নিরব। এ ছাড়া এই ছবিতে মামুন অপু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
২০ মার্চ (শনিবার) এতে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা ও চিত্র নায়ক নিরব দু’জনই।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, “চার মাস আগে ‘অমানুষ’ নির্মাণের পরিকল্পনা করেছি।
কিছুদিন আগে গল্প লেখা সম্পন্ন হয়েছে, এখন আমরা শুটিং-পূর্ববর্তী প্রস্তুতি নিচ্ছি। আশা করছি আগামী ২৫ মার্চ সিনেমাটির শুটিং শুরু করতে পারব। ’
অমানুষের শুটিং হবে সুন্দরবনে। ব্যাপক আয়োজন আর পরতে পরতে চমক নিয়ে হাজির হচ্ছে ‘অমানুষ’।
শুটিং শুরু না হলেও এর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। চলতি মাস থেকেই সুন্দরবন লাগোয়া অঞ্চলে এর শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে।
আরো জানা গেছে, সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটিকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে।
শুধু গল্প নয়, পুরো আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছেন মিথিলা। আর তাই খুব আগ্রহ নিয়েই মিথিলা কাজ করতে যাচ্ছেন চলচ্চিত্রে।