বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

রামগড়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় সংবাদদাতা

রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে “মুজিববর্ষের শপথ করি প্লাস্টিক দূ্ষণ রোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা সদস্যা কণিকা বড়ুয়া। এতে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন উপজেলা প,প, কর্মকর্তা ডাঃ মাসুদ মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহিম, বাজার কমিটির সভাপতি আবুল হাশেম খাঁ,-সদস্য শাহ আলম মজুমদার প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারী কর্মকর্তা, রামগড় বাজার কমিটির সদস্য, সচেতন গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। সভায় বক্তাগন বলেন আইনকে সম্মান দেখিয়ে সকলের কথা বিবেচনা করে নিরাপদ খাদ্য সরবরাহ অধিকাংশ ক্ষেত্রে নিশ্চিত করণের লক্ষে ব্যবসায়ী এবং হোটেল মালিকদের প্রতি আহবান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype