শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

রামগড়ে ১০টি বিশেষ উদ্যোগে উন্মুক্ত বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রামগড় উপজেলা সংবাদদাতা

স্বাস্থ্য বিধি মেনে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ভিশন- ২০৪১ মোতাবেক তথ্য অফিস রামগড় কর্তৃক “গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রম” এর আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক ও আলোচনা সভা করা হয়েছে।এসময় বল্টুরামটিলাস্থ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রশিক্ষণ রুমে বৃহঃবার দুপুরে গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(মাঠ প্রচার) জনাব খালিদ বিন জামান উন্মুক্ত বৈঠকে ভিডিও কলে সংযুক্ত ছিলেন। এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, পাড়াকর্মী, এমএসভি কর্মীসহ গন্যমান্যব্যক্তিবর্গ । পরে উপস্থিত সকলের মাঝে তথ্য অফিসের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন। রামগড় তথ্য অফিসার বেলায়েত হোসেন এ প্রতিনিধিকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ,করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা, মাস্ক পরিধান, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী বিষয়ে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকসহ চলচিত্র প্রদর্শনের মাধ্যমে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কাজ বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype