রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় ০৫ মার্চ শুক্রবার কদলপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে কদলপুর স্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্ন ময়দানে নৈতিক অবক্ষয় রােধ, মাদক নির্মূল ও করোনা মহামারীতে বিশেষ অবদান রাখায় তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ও রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর উপচার্য অধ্যাপক ড. মােহাম্মদ রফিকুল আলম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ,কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ জয়নালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কদলপুর স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহমেদ চৌধুরী।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এস.এ.এম হোসাইন, সহ সভাপতি কাজী ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী লালু, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, লায়ন সাহাবুদ্দিন আরিফ, লায়ন সরোয়ার্দি সিকদার, বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হাছান মো. রাসেল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফজল হোসেন, এম. এ. সালাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, অর্থ সম্পাদক আজম রাশেদ, দপ্তর সম্পাদক তপন দে, ইউনিয়ন যুবলীগের সভাপতি কমল চক্রবর্তী, ইউপি সদস্য জয়নাল আবেদীন, নাছির উদ্দিন, আলী আকবর, মুরাদুল হক চৌধুরী, আব্দুল করিম, আবু তৈয়ব চৌধুরী,যুবলীগ নেতা বিশ্বজিৎ ভট্টাচার্য, সেলিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, উপজেলা ছাত্রলীগের দক্ষিণের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীলগের নেতৃবৃন্দসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।