
নিজস্ব প্রতিবেদক
রাউজানে পূর্বগুজরা ধূমারপাড়া আনন্দ বিহারের বিশিষ্ট উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়া ও উপাসিকা রেণু প্রভা বড়ুয়ার প্রয়াণ বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান ০৩ মার্চ প্রব্রজ্যা, বৈকালিক সংঘদান ও বৌদ্ধ কীর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, প্রধান অতিথি শ্রীমৎ সুমিত্তানন্দ থের স্বাগত ভাষন প্রদান করেন শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়া, ধর্মদান করেন দেববংশ থের, সুমনানন্দ থের, করুণানন্দ ভিক্ষি, সুজনানন্দ ভিক্ষু, জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, মহানাম ভিক্ষু, পঞ্চশীল প্রার্থনা করোন সজল বড়ুয়া, সঞ্চলনায় প্রবারণ বড়ুয়া, হোয়ারাপাড়া শাক্যসিংহ কীর্তনীয় দলের কর্ণধার কীর্তনীয় অমল কান্তি বড়ুয়া ও উজ্জ্বল বড়ুয়া মিন্টুসহ তাঁর দল রাতব্যাপী বৌদ্ধ কীর্তন পরিবেশন করেন।
২য় দিন অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান, সংবর্ধনা ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ভদন্ত বোধিমিত্র মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটির মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ থের, বিশেষ অতিথি যথাক্রমে দেবানন্দ মহাথের, সোভিতানন্দ মহাথের, জ্ঞানবিরীয় মহাথের, পরমানন্দ মহাথের, ভদ্রিয় মহাথের, সচ্ছিতানন্দ মহাথের, তিসসানন্দ মহাথের, বিপসসী মহাথের, নন্দবংশ মহাথের, সুমনবংশ মহাথের
সদ্ধর্মদেশক ছিলেন, ধর্মানন্দ থের, ধর্মপ্রিয় থের, পুর্ণানন্দ থের, সুখানন্দ থের, সুমঙ্গল থের, করুনাবংশ থের, দেবমিত্র থের, অনুরুদ্ধ থের, দেববংশ থের, সুপালবংশ থের, সুমনানন্দ থের, সত্যানন্দ থের, সুজনানন্দ থের, ভিক্ষু তন্হংকার থের। স্বাগত ভাষন প্রদান করেন সমীরণ বিকাশ বড়ুয়া, স্মৃতিচারণ করেন সুকুমার বড়ুয়া, উপাধ্যক্ষ সুব্রত বরণ বড়ুয়া, শিক্ষক দীপঙ্কর বড়ুয়া, ডা. অনিল কান্তি বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া, মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, সূর্যসেন বড়ুয়া শঙ্কু, ভূষণ বড়ুয়া, সুভাষ চন্দ্র বড়ুয়া, তাপস কান্তি বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, প্রবীর বড়ুয়া, রূদয়ন বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় কুমার বড়ুয়া, জ্ঞানেন্দ্রিয় ভিক্ষুর সার্বিক তত্বাবধানে রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
৩য় দিন উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়া, উপাসিকা রেণু প্রভা বড়ুয়া, সজল বড়ুয়া ও ফনী ভূষণ বড়ুয়ার নৈর্বানিক শান্তি-সুখ কামনা করে আর্য্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম শিষ্য সুদেশক শ্রীমৎ মেত্তাবংশ মহাস্থবিরের একক ধর্মদেশনা, অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়।
মহতী অনুষ্ঠানে বক্তাগণ বলেন, মানুষ বাঁচে তাঁর সুকর্মের মাধ্যমে, আবার সুকর্ম মানুষের জন্ম-জন্মান্তর সুগতিতে পরিচালিত করে নির্বাণের দিকে ধাবিত করে। ফাউন্ডেশনের পক্ষে কাজল কান্তি বড়ুয়ার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিন দিনের কর্মসূচি সমাপ্ত করা হয়।