বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত

 

রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ

“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় তৃতীয়বারের মতো রামগড়ে পালিত হলো জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে স্থাস্থ্য বিধি মেনে
মঙ্গলবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের স্মাটকার্ড বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
এসময় উপজেলা পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা সদস্যা কণিকা বড়ুয়া, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী, মহিলা কাউন্সিলর আয়শা আক্তার – আনোয়ারা বেগম, বাদশা মিয়া, ইউডিএফ মিঠু চাকমাসহ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধগন উপস্থিত ছিলেন।
পরে সহকারী কমিশনার(ভূমি) শিরীন আক্তার ও অতিথি বৃন্দ নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।
রামগড় উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস এ প্রতিনিধিকে বলেন, সারাদেশের ন্যায় রামগড়ে স্থাস্থ্যবিধি মেনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। তিনি বলেন, রামগড় উপজেলায় ভোটার সংখ্যা-৪১ হাজার দুইশত ৬১ জন। তার মধ্যে বর্তমানে পুরুষ- ২১হাজার দুইশত ৫৭ ও মহিলা- ২০ হাজার ৪জন। হালনাগাদ স্মাটকার্ড পাচ্ছেন ২৭শত। তবে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ হলে এ সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype