রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ
“বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় তৃতীয়বারের মতো রামগড়ে পালিত হলো জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে স্থাস্থ্য বিধি মেনে
মঙ্গলবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের স্মাটকার্ড বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
এসময় উপজেলা পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা সদস্যা কণিকা বড়ুয়া, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী, মহিলা কাউন্সিলর আয়শা আক্তার – আনোয়ারা বেগম, বাদশা মিয়া, ইউডিএফ মিঠু চাকমাসহ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধগন উপস্থিত ছিলেন।
পরে সহকারী কমিশনার(ভূমি) শিরীন আক্তার ও অতিথি বৃন্দ নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।
রামগড় উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাস এ প্রতিনিধিকে বলেন, সারাদেশের ন্যায় রামগড়ে স্থাস্থ্যবিধি মেনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। তিনি বলেন, রামগড় উপজেলায় ভোটার সংখ্যা-৪১ হাজার দুইশত ৬১ জন। তার মধ্যে বর্তমানে পুরুষ- ২১হাজার দুইশত ৫৭ ও মহিলা- ২০ হাজার ৪জন। হালনাগাদ স্মাটকার্ড পাচ্ছেন ২৭শত। তবে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ হলে এ সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানান।