সোমবার-২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রামগড় তথ্যকেন্দ্রের উঠান বৈঠক

 রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ

সারাদেশের ন্যায় রামগ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর সহযোগিতায় রামগড় ১নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাতিরখেদা এলাকায় উঠান বৈঠকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার(৩ মার্চ)সকাল ১১টায় রামগড় তথ্যসেবা কর্মকর্তা শাপলা আকতার এর সঞ্চালনায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। সভায় বক্তাগন বলেন, গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন। সুনির্দিষ্ট উদ্দেশ্য বাংলাদেশের ৪৯০টি উপজেলায় তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা, তথ্য প্রযুক্তি সম্পর্কে এক কোটি গ্রামীণ মহিলাদের উদ্বুদ্ধ করণ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন সমস্যা সমাধানে সাহায্যের মাধ্যমে তথ্য কেন্দ্রের মাধ্যমে ই-কমার্স সহায়তা প্রদান, ই-লার্নিং এর মাধ্যমে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দল গঠন করাসহ সরকার বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, স্থাস্থ্য ও প,প কর্মকর্তা ডা প্রতীক সেন, অফিসার ইনচার্জ মোঃ সামসুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা তুষার কান্তি চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম, সমবায় অফিসার দিদারুল আলম, বিআরডিবি কর্মকর্তা মফিজুর ইসলাম, আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, উ, আনসার ও ভিডিভি কর্মকর্তা(ভাঃ) আবুল কালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সমাপন দেওয়ানসহ সম্প্রতি প্রধানমন্ত্রী উপহার পাওয়া গৃহহীন পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype