
নিজস্ব প্রতিবেদক⇑
জাতীয় মানবাধিকার বিষয়ক সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে গতকাল ১ মার্চ ২০২১ বিকেল ৪ টায় রাঙ্গামাটি জেলাধীন রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে বিভাগীয় সভাপতি ও মানবাধিকার নেতা মোহাম্মদ হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েল, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বদেশ জেলা প্রতিনিধি এম কামাল উদ্দিন, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি বিনয় চাকমা, কলমপতি ইউনিয়ন পরিষদের সদস্য ও রফিক জান্নাত উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলাম মেম্বার, সংগঠনের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সাথী কামাল।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় মানবাধিকার কর্মী এবং সংবাদ কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সনদ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা সকল দল মতের উর্ধ্বে উঠে মানবাধিকারকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করার আহ্বান জানান। সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিভাগীয় শাখার সহ-সভাপতি সাজেদা বেগম সাজু, প্রচার সম্পাদক মোহাম্মদ আইয়ূব, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজী, কার্যনির্বাহী সদস্য ছবির আহম্মদ প্রমূখ।