শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

মুজাক্কির হত্যাকারিদের শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন

সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালির কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তা বাজারের প্রতিনিধি উদীয়মান সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম জেলা এবং এর সাথে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন।

মঙ্গলবার (২৩ ফ্রেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাংবাদিক এম এ আশরাফ এর সঞ্চালনায় বিএমএসএফ চট্টগ্রাম জেলার সা. সম্পাদক জুনায়েদ হাসানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রধান এস এম আজিজ , চট্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সা. সম্পাদক রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম, স্বাধীন টিভির রিপোর্টার মো. ফারুক।

এ সময় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে ও নোয়াখালির কোম্পানীগঞ্জে উদীয়মান সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির’র হত্যাকারীদের চিনহিত করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বক্তারা ।

মানবনববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএমএসএফ সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ সোহেল, অর্থ সম্পাদক, আব্দুল কাদের রাজু, যুগ্ম সম্পাদক মো. হোসেন, সহ অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত কাজল এবং রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক তৈমুর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক বখতিয়ার উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রুবেল, মহিলা সম্পাদিকা শাহনাজ পারভীন, সহ মহিলা সম্পাদিকা সেলিনা ইসলাম সহ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype