
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশনের উদ্যোগে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল ২১ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪টায় নগরীর মৌসুমী আবাসিক এলাকাস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর গুরুত্বারোপ করে আলোচনায় অংশ নেন বাংলাদেশ হোমিওপ্যাথি শিক্ষা বোর্ড-এর মেম্বার ও বিশিষ্ট হোমিওচিকিৎসক ডা. এ কে এম ফজলুল হক সিদ্দিকী, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান। এ সময় বক্তারা বলেন, একুশ মানে মাথা নত না করা। একুশ মানে বাঙালির চেতনা। একুশের পথ ধরে বাঙালির স্বাধীনতার স্বপ্ন পূরণ। বক্তারা একুশের চেতনার পথ ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন আঁচল চক্রবর্তী, সাথী কামাল, লিলি পাল, মাসুমা কামাল আঁখি, সাজেদা বেগম সাজু, গোলাম রহমান, মোহাম্মদ নুরুল আজিম, বিপ্লব বিজয় প্রমুখ।
আলোচনা সভার শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।