নিজস্ব প্রতিবেদক
জাতীয় মানবাধিকার বিষয়ক সংগঠন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় শাখার নেতৃবৃন্দ মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল ২১শে ফেব্রুয়ারি সকাল ১১টায় ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাসুমা কামাল আঁখি, অর্থ সম্পাদক মোহাম্মদ গোলাম রহমান, ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজী, সাথী কামাল প্রমুখ। এ সময় নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন শেষে ভাষাশহীদদের প্রতি দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং ভাষাশহীদদের অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।