সোমবার-৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ’র সনদপত্র ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

লাইফ, রোটারি ও রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ-এর উদ্যোগে হ্যান্ডি ক্রাফট কোর্স-এর প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ২১ ফেব্রুয়ারি সকাল দশটায় নগরের হামজারবাগস্থ লাইফের চত্বরে লাইফের সভাপতি আবদুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওম্যান চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক রেবেকা নাছরিন, চট্টগ্রাম ইনার হুইল ক্লাবের সভাপতি ডা. কামরুন নাহার দস্তগীর, রোটারি ক্লাব অব ইসলামাবাদের সভাপতি রোটারিয়ান শওকত ওসমান, সদ্য সাবেক সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার আলতাফ মোহাম্মদ হান্নান, রোটারি জেলা ৩২৮২ জোন কো-অর্ডিনেটর রোটারিয়ান বোরহান উদ্দিন আহমেদ চৌধুরী, অতীত সভাপতি রোটারিয়ান মুসলিম উদ্দিন, দৈনিক সকালের সময়-এর স্টাফ রিপোর্টার স ম জিয়াউর রহমান। এ সময় লাইফের কর্মকর্তা ও রোটারিয়ান নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাইফের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী।
বক্তারা নারীদের আত্মকর্মসংস্থান তৈরিতে প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সনদ বিতরণ শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও স্টল পরিদর্শন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype