শনিবার-২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় দলে নাসুম আহমেদ

ক্রিড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে । দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

গত বছর ১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে মিরপুরে ঢাকা-বরিশাল ম্যাচে বরিশালের ইনিংসের ১৩তম ওভারে একবার এবং ১৭তম ওভারে আরও একবার নাসুম আহমেদকে মারতে উদ্যত হন মুশফিকুর রহীম। এই ঘটনায় বেশ সমালোচিত হন মুশফিক।

পরে নাসুমের কাছে ক্ষমা চান মুশি। আর নাসুম বলেছিলেন যে, বড় ভাই হিসেবে মুশফিক ভাই তাকে শাসন করতেই পারেন। সেই নাসুম এবার মুশফিকের সঙ্গে খেলবেন জাতীয় দলে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype