ক্রিড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে । দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
গত বছর ১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে মিরপুরে ঢাকা-বরিশাল ম্যাচে বরিশালের ইনিংসের ১৩তম ওভারে একবার এবং ১৭তম ওভারে আরও একবার নাসুম আহমেদকে মারতে উদ্যত হন মুশফিকুর রহীম। এই ঘটনায় বেশ সমালোচিত হন মুশফিক।
পরে নাসুমের কাছে ক্ষমা চান মুশি। আর নাসুম বলেছিলেন যে, বড় ভাই হিসেবে মুশফিক ভাই তাকে শাসন করতেই পারেন। সেই নাসুম এবার মুশফিকের সঙ্গে খেলবেন জাতীয় দলে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.