শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তুরস্ক আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় প্রস্তুতি নিচ্ছে

সাঁজোয়া যান যা তুরস্কে নির্মিত হয়। সংগৃহীত ছবি।

আন্তর্জাতিক ডেস্ক : মে মাসে অনুষ্ঠিতব্য ইস্তাম্বুলে ১৫তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্টের দফতরের পৃষ্ঠপোষকতায় ও টার্কিশ আর্মড ফোর্সেস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মেলা।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে চারদিনের এই মেলায় উচ্চ পর্যায়ের ৩৫২ প্রতিনিধি ও ১৪৮ দেশের ৩৪১ প্রতিনিধি অংশ নেবেন।

এই বছর অনুষ্ঠিতব্য মেলায় প্রতিবছরের মতোই পারস্পরিক সহযোগিতা বিষয়ক এক শ’র বেশি বৈঠক ও চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করা হচ্ছে।

গত বছরের মেলায় ৫৩ দেশ থেকে এক হাজারের বেশি কোম্পানি অংশগ্রহণ নেয়। ৯৬টি দেশের ৭৬ হাজারের বেশি দর্শনার্থী মেলা পরিদর্শনে আসেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype