আন্তর্জাতিক ডেস্ক : মে মাসে অনুষ্ঠিতব্য ইস্তাম্বুলে ১৫তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্টের দফতরের পৃষ্ঠপোষকতায় ও টার্কিশ আর্মড ফোর্সেস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২৫ মে থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মেলা।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে চারদিনের এই মেলায় উচ্চ পর্যায়ের ৩৫২ প্রতিনিধি ও ১৪৮ দেশের ৩৪১ প্রতিনিধি অংশ নেবেন।
এই বছর অনুষ্ঠিতব্য মেলায় প্রতিবছরের মতোই পারস্পরিক সহযোগিতা বিষয়ক এক শ’র বেশি বৈঠক ও চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করা হচ্ছে।
গত বছরের মেলায় ৫৩ দেশ থেকে এক হাজারের বেশি কোম্পানি অংশগ্রহণ নেয়। ৯৬টি দেশের ৭৬ হাজারের বেশি দর্শনার্থী মেলা পরিদর্শনে আসেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.