বুধবার-১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আবারো ভোটারদের ভালবাসায় শামছুল হক বিজয়ী

 আবদুল মান্নান

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয় মেয়াদেও নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গার উন্নয়নের কান্ডারী, জন-নন্দিত নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শামছুল হক। খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনে রিটার্নিং অফিসার জানান, নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৯শত ৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের এই প্রবীন নেতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মোবাইল প্রতীক নিয়ে ৩ হাজার ৭ শত ৫৮ ভোট পেয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী শাহাজালাল কাজল পেয়েছেন ৩ হাজার ৭শত ১০ ভোট। নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ১৩ হাজার ৪ শত ৪৬ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭০.৭৯% এছাড়াও কাউন্সিলর পদে ০১ নং ওয়ার্ডে মোঃ এমরান হোসেন ৬৩৭ ভোট, ২নং ওয়ার্ডে মোহাম্মদ আলী ,৩নং ওয়ার্ডে আলাউদ্দিন লিটন ৫৫৯, ৪নংওয়ার্ডে আলমগীর হোসেন,৫নং রাকিবুল হাসান, ৬নং সোহাগ, ৭নং মিজানুর রহমান খোকন,৮নং তফিকুল ইসলাম ৬৬৮ , ৯নং সফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত,মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৩ জন মেয়র সংরক্ষিত কাউন্সিলর পদে ৫ জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype