নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নবাসীর পক্ষ হতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মাদক নির্মূল, সামাজিক অবক্ষয় রোধ ও করোনাকালে তাঁর মানবিক প্রসংশনীয় কর্মকান্ডের জন্য তরুণ সমাজের প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হবে। উক্ত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোহাম্মদ মুরাদ হাসান এম পি।
উক্ত গণসংবর্ধনায় সভাপতিত্ব করবেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া, একুশে পদক প্রাপ্ত ড.বিকিরণ বড়ুয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব,উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবীর সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী, বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া পি এইচ ডি, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নির্বাহী কমিটির চেয়ারম্যান এস,এ,এম হোসাইন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আলহাজ্ব এস এম ইউছুপ সি আই পি।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দ।