শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

রাউজানে টিকা উৎসব, করোনার টিকা নিলেন এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি ।

রাউজান প্রতিনিধি

শতা অপপ্রচারকে পিছনে ফেলে রাউজানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টিকা দান কর্মসূচী।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী ) সকালে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান
কর্মসূচীর শুভ উদ্বোধন করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক নুর আলম
দ্বীন ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব,সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, জানে আলম জনি, সমীর দাশগুপ্ত, জসীম উদ্দিন, শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, রোকন উদ্দিন,লায়ন সাহাবুদ্দিন আরিফ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সুমন দে, সারজু মো. নাছের, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব হাছান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শওকত হোসেন, যুবলীগ নেতা আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,শওকত হোসেন চৌধুরী পিবলু, মো. সালাউদ্দিন । এসময় বিভিন্ন পেশার জনগন ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype