রাউজান প্রতিনিধি
বাংলাদেশী বৌদ্ধদের আলোকবর্তিকা প্রয়াত ধর্মীয় গুরু ও পন্ডিত, বিশ্ববরেণ্য ২৪ তম মহাসংঘনায়ক শ্রীসর্দ্ধমভানক বিশুদ্ধানন্দ মহাথের’র ১১২ তম জন্মদিন এবং ২৬ তম মহাপ্রয়াণ দিবস
উদযাপন উপলক্ষে রাউজান উপজেলার হোয়ারাপাড়া গ্রামে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে
বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামে মহাসংঘনায়ক শ্রীসর্দ্ধমভানক বিশুদ্ধানন্দ মহাথের মহোদয়ে শশ্মান বেদী প্রাঙ্গণে বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামবাসী কতৃক আয়োজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন বৌদ্ধ ভিক্ষু মণিষা,বাংলার নবঅতীশ,বাংলাদেশ সরকারের মহান একুশে পদকপ্রাপ্ত, “বিশ্ববরেণ্য ২৪ তম মহাসংঘনায়ক শ্রীসর্দ্ধমভানক বিশুদ্ধানন্দ মহাথের মহোদয়ের ১১২ তম জন্মবার্ষিকী আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২১ইং,২৬ তম মহাপ্রয়াণ বার্ষিকী ০২ মার্চ ২০২১ইং” উপলক্ষে বিরতিহীন ভাবে পূর্ণ ০৮ দিনব্যাপি অভিধর্মপিটকের পূর্ণাঙ্গ পট্ ঠান পাঠ অনুষ্ঠিত হবে। এতে পূর্ণাঙ্গ পট্ ঠান পাঠ করবেন। অতি প্রচীন বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রাজ্ঞ পন্ডিত মহান ভিক্ষু সংঘদ্বয়।০৮ দিনব্যাপি আনুষ্ঠানমালায় আরো থাকবে মহতি অষ্টপরিস্কারসহ সংঘদান,সদ্ধর্মের আলোচনা,স্মৃতিচারন সভা,আট দিনব্যাপী সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন।
উক্ত মঙ্গলময় ধর্মানুষ্ঠানে আয়োজকেরা সকলের আর্থিক- কায়িক- বাচনিক সার্বিক সহযোগিতা মৈএীময় উপস্থিতি আন্তরিক ভাবে প্রত্যাশা করছেন ।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর মহাসচিব, ভদন্ত সুমিওানন্দ মহাথের,বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের সকল বিহারের ভিক্ষুসংঘবৃন্দ ও খৈয়াখালী ধর্মাবিজয়ারাম বিহারে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত, উ পঞা চক্ক মহাথের অনুষ্ঠানকে পরিপূর্ণ ধর্মীয় মর্যাদায় সুসম্পন্ন করার জন্য সকলের স্ববান্ধব উপস্থিত কামনা করেছেন