ইতিহাস ৭১ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে ভ্যাকসিন উদ্বোধনের সময় বলেন, করোনা ভ্যাকসিন খুবই নিরাপদ, এ নিয়ে কোনো গুজব যেন না হয়।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভ্যাকসিন নিয়ে আমরা কোনো সমালোচনা চাই না। এটা মানুষের জীবন রক্ষার্থে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের কাছে ৭০ লাখ ভ্যাকসিন রয়েছে। প্রত্যেককে দুই ডোজ করে ৩৫ লাখ ভ্যাকসিন দেয়া যাব।
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো গুজব যেন না হয়। আমরা এই কার্যক্রম সুন্দরভাবে করতে চাই। দেশব্যাপী হাজার হাজার স্বাস্থ্যকর্মী এই ভ্যাকসিন কার্যক্রমের জন্য কাজ করছে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।