মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে করোনার টিকা নিলেন ডা.মো. মহি উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারী করোনার প্রতিষেধক ভ্যাকসিন টিকার দীর্ঘ প্রতিক্ষার পর রবিবার (৭ ফেব্রুয়ারি) টিকা গ্রহণ শুরু হয়েছে। মানিকছড়িতে প্রথম টিকা গ্রহণ করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. মহি উদ্দীন।

জানা যায়, রবিবার সকাল পৌনে ১১ টায় হাসপাতালের পুরাতন ভবনে করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন,

ইউএনও তামান্না মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, অফিসার ইনচার্জ আমির হোসেন এর উপস্থিততে প্রথম টিকা গ্রহণ করলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. মহি উদ্দীন।

এ সময় সকল চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এর পর আরএমও, গাইনী চিকিৎসক, অফিসার ইনর্চাজসহ অনেকে দুপুর পর্যন্ত প্রায় ১৫ জন টিকা গ্রহণ করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype