বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দাঁত হবে উজ্জ্বল সাদা

দাঁত উজ্জ্বল সাদা রাখতে পারেন।

ইতিহাস ৭১ বিনোদন ডেস্ক : আপনি বাজারে পাওয়া নির্দিষ্ট কিছু ফলমূল, শাকসবজি খেয়েই আপনি আপনার দাঁত উজ্জ্বল সাদা রাখতে পারেন। দাঁত উজ্জ্বল সাদা রাখতে নিম্ন লিখিত শাক-সবজি, ফলমূল খেতে হবে নিয়মিত –

দাঁত সাদা রাখতে কমলালেবুর তুলনা নেই। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড। যা দাঁতের দাগ দূর করে দাঁতকে করে উজ্জ্বল সাদা। তবে খুব বেশি কমলা ঠিক নয়, এতে দাঁতের উপরিভাগে ক্ষত সৃষ্টি হতে পারে।

পেঁয়াজ দাঁতের জন্য খুবই উপকারী। পেঁয়াজে আছে অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টিসেপটিক। এটি খেলে দাঁতে কোনো দাগ হয় না। বরং দাঁত হয় ঝকঝকে সাদা।

কাঁচা গাজর দাঁতের জন্য দারুণ উপকারী। দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা বের করে নিয়ে আসতে গাজরের জুড়ি নেই। আর গাজর দাঁত ও মাড়ির স্বাস্থ্যের জন্য ভালো।

বাদাম আপনার দাঁতকে ঝকঝকে করতে সাহায্য করে। বাদাম একটি শক্ত খাবার, ফলে বাদাম চিবিয়ে খেলে দাঁত শক্ত হয়। বিকেলের নাস্তায় বাদাম খাওয়া ভালো। বাদামে দাঁতের ক্ষয় পূরণ হয়।

আপেলও বেশ উপকারী দাঁতের জন্য। আসলে কামড়ে খাওয়া যায় এমন সব খাবারই দাঁতের জন্য উপকারী। আপেল খাওয়ার সময় মুখ থেকে যে পরিমাণ লালা নিসৃত হয় তাতে মুখের অনেক ব্যাকটিরিয়া ধ্বংস হয়।

সাদা রংয়ের পনির দাঁত ও দাঁতের মাড়িকে শক্তিশালী করে। কারণ এতে আছে প্রচুর ক্যালসিয়াম। বেশি বেশি পানি খেলে মুখ পরিষ্কার থাকবে এটা বলাই বাহুল্য। তাই বেশি বেশি পানি পান করুন, তবে সোডা মেশানো পানি খাওয়া থেকে সাবধান। কারণ এতে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়।

দাঁতের স্বাস্থ্যের জন্য দুধ দারুণ উপকারী। এতে থাকা ক্যালসিয়াম দাঁতকে শক্তিশালী করার পাশাপাশি দাঁতকে সাদা ও উজ্জ্বল করে। এবং দাঁতের শক্তি বৃদ্ধি করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype