
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটে সহিসংতায় দুজন নিহত হন । সরাইপাড়ায় নিহত যুবকের নাম নিজাম উদ্দিন আর আমবাগান এলাকায় নিহত যুবকের নাম আলাউদ্দিন বলে নিশ্চত করেছেন স্থানীয় এলাকাবাসি। আলাউদ্দিনের মৃত্যুর সংবাদ শোনার পর তার মা’রও মৃত্যু হয়েছে বলে স্থানীয় এলাকাবাসি নিশ্চিত করে।
বুধবার (২৭ জানুয়ারি) সকালে ভোট শুরুর পর থেকে নগরীর বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে পাহাড়তলী ও খুলশীর দুই কেন্দ্রে সংঘর্ষে দুজন নিহত হন। নগরির লালখানবাজারেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা যায়, এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ১২ নম্বর ওয়ার্ডে (সরাইপাড়া) নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আপন ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হন। নিহত নিজামউদ্দীন ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী বলে জানা গেছে। ঘাতক সালাউদ্দিন কামরুল ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।
নিজাম উদ্দিনের মা জিন্নাত আরা জানান, আমার বড় ছেলে সালাউদ্দিন কামরুলের পা ধরে ছোট ছেলে নিজাম উদ্দিন মাফ চাওয়ার পরও তার ছুরিকাঘাত থেকে রেহাই পায়নি। ছুরিকাঘাতে আহত নিজাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সকাল ১০টার দিকে নগরির খুলশী ইউসেপ স্কুল কেন্দ্রে সংঘর্ষ ও গোলাগুলিতে আলাউদ্দিন আলো (২৮) নামের একজন নিহত হন।
চমেক মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. জহির জানান, নগরীর খুলশী আমবাগান এলাকার ইউসেপ স্কুল কেন্দ্র থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে আলাউদ্দিন আলোর মৃত্যু হয়।