শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

চসিক নির্বাচনে সংঘর্ষ : নিহত ১

চসিক নির্বাচনে সংঘর্ষ : নিহত ১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আমবাগান এলাকায় নির্বাচনী সংঘর্ষের সময় গুলিতে মো. আলাউদ্দিন (২৮) নামে যুবক নিহত হন। ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান ইউসেপ টেকনিক্যাল স্কুল কেন্দ্রে সংঘর্ষে খুন হন তিনি।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, আলাউদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমানের কর্মী। কেন্দ্রে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে নিহত হন। এই হত্যার জন্য নগরির ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের এক কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের দায়ী করা হচ্ছে।

চট্টগ্রাম নগরির আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন আলাউদ্দিন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় তিনি মৃত সোলতান মিয়ার ছেলে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype