বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ব্যবসাবান্ধব চট্টগ্রাম গড়বো: রেজাউল

নিজস্ব প্রতিবেদক

মেয়র নির্বাচিত হলে বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম সিটিকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ব্যবসাবান্ধব নগর গড়ে তুলবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপু‌রে নগরের বহদ্দারহাট স্বজন সুপার মা‌র্কেট ব্যবসায়ী কল্যাণ স‌মি‌তির সঙ্গে মতবি‌নিময় সভায় তিনি এসব কথা বলেন

তিনি বলেন, আমি আগেও সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরু‌দ্ধে জনগণকে সাথে নিয়ে মাঠে ছিলাম, আগামীতেও থাকবো, সব সময় রাজপ‌থে এস‌বের বিরু‌দ্ধে সোচ্চার ছিলাম। মেয়র হ‌য়ে রাজপথ ও প্রশাস‌নিক দফতরের শ‌ক্তি দি‌য়ে মাদক, সন্ত্রাস, দুর্নী‌তি ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম গড়ে তোলা অসম্ভব কিছু নয়।

রেজাউল করিম বলেন, উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হা‌সিনা চট্টগ্রাম‌কে দ‌ক্ষিণ এশিয়ার অর্থ‌নৈ‌তিক হাব হিসেবে গ‌ড়ে তুল‌তে সুদূরপ্রসারী প‌রিকল্পনা নি‌য়ে কাজ কর‌ছেন।

চট্টগ্রা‌মের মানু‌ষের দেখভাল করার জন্য তি‌নি আমার ওপর আস্থা রে‌খে দা‌য়িত্ব দি‌তে চান। মেয়র হি‌সে‌বে নির্বা‌চিত কর‌তে তি‌নি নৌকা প্রতীক দি‌য়ে আমা‌কে আপনা‌দের কা‌ছে পা‌ঠি‌য়ে‌ছেন।

হো‌ল্ডিং ট্যাক্স, ট্রেড লাই‌সেন্স, মশকনিধন, বর্জ্যর অপসারণ, যানজট, জলাবদ্ধতা, প‌রি‌বেশ সংরক্ষণ সংক্রান্ত যত নাগ‌রিক সমস্যান যা আছে তা সব শ্রেণির প্রতি‌নি‌ধির পরামর্শক্রমে সম‌ম্বিত পরিকল্পনায় দূর কর‌তে আমি প্রধানমন্ত্রীর সহ‌যো‌গিতা নি‌য়ে কাজ ক‌রে যাব।

এতে বি‌শেষ অতিথির বক্তব্য দেন নগর আওয়ামী লী‌গের মু‌ক্তি‌যোদ্ধা বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দী‌কি ও মোহাম্মদ শাহজাহান সু‌ফি।

ব্যবসায়ী কল্যাণ স‌মি‌তির সভাপ‌তি দে‌লোয়ার হো‌সেন লিট‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype