মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রামগড় বিজিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট জব্দ

রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংব্দদাতাঃ
খাগড়াছড়ি রামগড়স্থ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন এর অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রামগড় জোন অধিনস্ত কয়লারমুখ চেকপোষ্টে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সূত্র জানায়, সন্ধ্যায় রামগড় জোন এর ৪৩ বিজিবি অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টে কর্মরত হাবিলদার মোঃ মমিনুল ইসলাম এর নেতৃত্বে চেকপোষ্টের সামনে নিয়মিত তল্লাশীর জন্য একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল না থামিয়ে দ্রুত চলে যাবার সময় আরোহীর মাথা থেকে হেলমেট পরে যায়। টহল দল কর্তৃক উক্ত হেলমেট পরীক্ষা করে ৫৫ পিস ইয়াবা এবং কিছু গুঁড়া হয়ে যাওয়া ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল মাযহার এ প্রতিনিধিকে জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype