শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জনকল‌্যাণে কাজ করতে হলে জনগণের কাছে যেতে হবে, রেজাউল করিম

 

ইকবাল মুন্না :

আমি চট্টগ্রামের মানুষের সেবা করে এই মাটির ঋণ শোধ করতে চাই, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের গণসংযোগকালে সোমবার (১১ জানুয়ারি) নগরীর মোহরা, চান্দগাঁও এবং পূর্ব ষোল শহর ওয়ার্ড এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করার সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন,

আমি চট্টগ্রামের সন্তান। আমাকে ভোট দিয়ে একটিবার চট্টগ্রামের উন্নয়নে কাজ করার সুযোগ দিন। তিনি স্থানীয়দের উদ্দেশে এসব কথা বলেন।

এসময় রেজাউল আরো বলেন, জনকল‌্যাণে কাজ করতে হলে জনগণের কাছে যেতে হবে। অজুহাত, নালিশ, সন্ত্রাস, নৈরাজ‌্য সৃষ্টির অপরাজনীতি করে জনকল‌্যাণ হয় না কখনো হবেওনা।

আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের দোয়া নিতে। বঙ্গবন্ধু কন‌্যা আমাকে আপনাদের সেবার দায়িত্ব দিতে চান। তাই নৌকা মার্কায় ভোট চাইতে আপনাদের কাছে পাঠিয়েছেন, আপনারা নৌকায় ভোট দিন।

আমি আপনাদের সন্তান, বীর চট্টলার ধূলোমাটির ঋণ আমি এখানের মানুষের সেবা করে এবং চট্টগ্রামকে অধিকতর সমৃদ্ধ করার মধ‌্য দিয়ে শোধ করতে চাই, সুযোগ আমায় দিন।

এসময় মহানগর আওয়ামী লীগের কোষাধ‌্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, মহিলা সম্পাদিকা ও কাউন্সিলর প্রার্থী জোবাইরা নার্গিস খান, ৫ নম্বর মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন, খালেদ হাসান খান মাসুক, কাউন্সিলর প্রার্থী নুরুল আমিন মামুন উপস্থিত ছিলেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype