নিজেস্ব প্রতিনিধি: সোমবার (১১ জানুয়ারি )
বিকেলে নগরের কাজীর দেউড়ি মোড়ে করোনা সচেতনতা ও ইভিএম সম্পর্কিত প্রচারপত্র বিতরণের সময় রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান এ অনুরোধ জানান। এসময় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবং যতটুকু সম্ভব গণজমায়েত না করে প্রচার প্রচারণা চালাতে ইতোমধ্যে প্রার্থীদের অনুরোধ করেছি। তিনি বলেন ইভিএম মেশিন সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান এবং করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য এবং কার্যক্রম, একটু সচেতন হলেই এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, করোনা সম্পর্কে যে কার্যক্রম শুরু করেছি পর্যায়ক্রমে এ প্রচারণা চলমান থাকবে। এতে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বশির আহমদ, নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার জাকিয়া হোসনাইন, বুলবুল আহমদ প্রমুখ।