রবিবার-১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

২য় দিনের মত প্রচারণা শুরু করলেন আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী রেজাউল ক‌রিম চৌধুরী ।

ইকবাল মুন্না

শনিবার (৯ জানুয়ারি) ফিসারী ঘাট এলাকায় সোনালী যা‌ন্ত্রিক মৎস্য শিল্প সমবায় স‌মি‌তি আ‌য়ো‌জিত সভায় প্রধান অতিথি ও নগর বাইশ মহল্লার সদ্দার কমিটির মত বিনিময় সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. রেজাউল ক‌রিম চৌধুরী।

সোনালী যা‌ন্ত্রিক মৎস্য শিল্প সমবায় স‌মি‌তির সভায় রেজাউল ক‌রিম চৌধুরী ব‌লেন, যারা লক্ষ লক্ষ টাকার যা‌ন্ত্রিক নৌযান ও কর্মী পা‌ঠি‌য়ে গভীর সমু‌দ্রে মৎস্য আহরণে কাজ কর‌ছেন, তারা ঝুঁকি নি‌য়ে দে‌শের জন্য অসীম সাহ‌সী ভূ‌মিকা রাখ‌ছেন। চট্টগ্রা‌মের মৎস্য ব্যবসায়ীরা এ‌দের ম‌ধ্যে অন্যতম।
তিনি বলেন, মৎস্য আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকর‌ণে ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হ‌চ্ছেন। সক‌লের দোয়া ও রায় নি‌য়ে মেয়র নির্বা‌চিত হ‌য়ে মৎস্য শি‌ল্পের সম্প্রসার‌ণে নতুন নতুন উ‌দ্যোগ নি‌য়ে মৎস্য ব্যবসায়ী‌দের পা‌শে থাক‌তে চাই। সক‌লের দোয়া ও নৌকা প্রতী‌কে ভোট চাই।

এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়া‌র্ডে আওয়ামী লীগ সম‌র্থিত কাউ‌ন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আমিনুল হক বাবুল সরকার, সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার, এম এ গফফার কুতুবী, দিদারুল আলম দিদার, এ কে এম ফজলুল হক, হেমায়েত হোসেন মিঠু, কাউসারুজ জামান, আনসার হোসাইন, আনিসুর রহমান আনিস, সেলিম উল্লাহ, ওয়াহিদ রহমান, হাফেজ মোহাম্মদ ইসমাইল, নুরুল আমিন, সেলিম উদ্দীন সাকু, মো. সামসুল আলম, আবুল বাশার, জয়নাল, মহি উদদীন, তারেক, জসিম উদ্দিন, মো. এরশাদ, এম আজিজ, আবেদীন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype