

ইতিহাস ৭১ ডেস্ক : গণধর্ষণ মামলায় সাক্ষী দেওয়ায় এবার ধর্ষণের শিকার হলেন সাক্ষী চুম্কি(ছদ্ধ নাম)। সোমবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে’র এস রহমান হলে বিকেল ৩ টায় সংবাদ সম্মেলনে ধর্ষিতা চুম্কি(ছদ্ধ নাম) জানান,
একজন ধর্ষিত নারী নাজমা বেগমের পক্ষে পিবিআইকে ধর্ষক আলমগীরের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায়, চট্টগ্রামের আকবর শাহ থানাধীন জঙ্গল সলিমপুর ৫ নং ব্রীজ এলাকায় নিজের বসত ঘরে এবার ধর্ষণের শিকার হলেন সাক্ষী চুম্কি(ছদ্ধ নাম)।
মামলার অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ও আকবর শাহ থানার ওসি তদন্ত মো. আমিনুল হক জানান, পুলিশের বক্তব্য অন্যজনের মামলায় ধর্ষণকারীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় যদি চুম্কি(ছদ্ধ নাম) নিজেও ধর্ষণের শিকার হয়, তাহলে কোথায় ধর্ষণের মামলায় সাক্ষীদের নিরাপত্তা কোথায়?
প্রশাসনের কাছে অনুরোধ এমনভাবে আর কোন চুম্কি(ছদ্ধ নাম)র যেন এমন এত বড় ক্ষতি না হয়, কোন ধর্ষণকারীর হাতে যেন আর কোন মা/বোন ধর্ষণের শিকার না হয় তার জন্য ধর্ষণকারীদের কঠোর শাস্তি দাবি জানান ধর্ষিতা তিনি।