ইতিহাস ৭১ ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম জন্মদিন উপলক্ষে পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে সোমবার (৪ জানুয়ারি), সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে কেক কাটার মাধ্যমে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
সিটিসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার ওমর ফারুকের সভাপতিত্বে ও পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আশরাফুল হক নিলয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য শাহেদ মিজান।
এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা সুজন দেব নাথ। আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মো. অভি, মো. রফিকুল হাসান, মো. সাইফুদ্দীন, মো. শাহাদাত হোসেন, মো. মেহেদী হাসান, মো. আরাফাতুল করিম, রিয়াদুল করিম, সুজিত বড়ুয়া, মো. মিনহাজুল ইসলাম, সিটিসি কলেজ ছাত্রলীগ নেতা মো. নাঈমুল হাসান রাব্বি, মো. ইকরামুল হোসেন, মো. সেতুল, মো. আরশেদুল আলম, নওশাদ মাহমুদ, মো. হাসান, মো. ফরিদুল ইসলাম, কামাল পাটওয়ারী প্রমুখ।