শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এবার সিনে দুনিয়ায় সানিয়া মির্জা

সানিয়া মির্জা।
সানিয়া মির্জা।

ইতিহাস ৭১ ক্রিড়া ডেস্ক : সানিয়া মির্জা টেনিস তারকা হিসেবে বিশ্ব জয় করেছেন। সানিয়া মির্জার গ্ল্যামার কিংবা ড্রেসিং সেন্সও নিয়মিত পেজ থ্রি-তে জায়গা করে নেয়। গ্ল্যাম গার্লকে অবশেষে দেখা যেতে চলেছে রুপালি পর্দায়।

সানিয়া অবশ্য বড় পর্দায় নয় ছোট পর্দায় মুখ দেখাতে চলেছেন। প্রথম ভারতীয় টেনিস তারকা হিসেবে ডাবলসের ক্রমপর্যায়ের শীর্ষে ওঠা সানিয়াকে দেখা যাবে ‘নিষেধ এলোন টুগেদার’ নামের একটি ওয়েব সিরিজে।

আগেও একাধিকবার সিনেমার নামার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে খেলা ছেড়ে বড় পর্দায় মুখ দেখাতে রাজি হননি পাকিস্তানি বধূ। প্রথম সারির একাধিক প্রচার মাধ্যমে জানা গেছে, সানিয়া একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন। এমটিভি-তে জানুয়ারিতেই সম্প্রচারিত হয়েছিল ‘নিষেধ’ শো। তার উপর ভিত্তি করেই এই ওয়েব সিরিজ হতে চলেছে।

সানিয়াকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই ওয়েব সিরিজে। লকডাউনে তরুণ দম্পতিরা কী সমস্যার মুখোমুখি হয়েছে, সেই নিয়েই আলোচনা করবেন সানিয়া। এই ওয়েব সিরিজে তরুণ দম্পতির ভূমিকায় যারা অভিনয় করছেন তারা হলেন, ভিকি (সৈয়দ রাজা আহমেদ) এবং মেঘা (প্রিয়া চৌহান)। সানিয়া নিজের ভূমিকাতেই অভিনয় করবেন।

জানা গেছে, টিউবারকিউলসিস নিয়েও সচেতনতামূলক বার্তা দেয়া হবে এই ওয়েব সিরিজে। সানিয়া নিজেই জানিয়েছেন, ৩০ বছরের কম বয়সীদের মধ্যেও ব্যাপকভাবে টিবি ছড়িয়ে পড়েছে। কোভিডের সময়ে এই রোগে আক্রান্তদের অবস্থা আরো খারাপ হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype