এম এ মান্নান
চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর কতোয়ালি থানাধীন ২২ নংএনায়েত বাজার ওয়াডের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দেয়াল চাপায় মো. সালাউদ্দিন ও মো. শুক্কুর নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার সময় এ ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে সালাউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। মো. শুক্কুর মারা যান চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সেনাবাহিনীর জায়গা লিজ নিয়ে পাহাড় ঘেষে দেয়ালের নির্মাণ কাজ করার সময় হঠাৎ দেয়াল চাপায় পড়ে যায়। এ সময় এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও কয়েকজন। আহতদের মধ্যে মোহাম্মদ শুক্কুর নামে এক শ্রমিককে আশংকাজনক অবস্থায় ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সে খানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বলেন, ‘নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দেয়াল ধসে মো.সালাউদ্দিন নামে এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। এসময় শুক্কুর নামের আরেজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে তার মৃত্যু হয়।’