শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার সময় এ ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে সালাউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। মো. শুক্কুর মারা যান চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সে খানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বলেন, ‘নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দেয়াল ধসে মো.সালাউদ্দিন নামে এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হন। এসময় শুক্কুর নামের আরেজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখানে তার মৃত্যু হয়।’
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.