শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক কনক বরণ বড়ুয়া সংকলিত ও সম্পাদিত ”এসাে হে অমিতায়ু বুদ্ধ” ও বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন- “চর্যাপদ” এর প্রকাশনা উৎসবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, এই বৃহৎ দুটি সংকলনগ্রন্থ অধ্যাপক কনক বরণ বড়ুয়ার অপরিসীম নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতার প্রতিফলন। গভীর মননশীলতার মধ্য দিয়ে আনন্দলাভ ও সেই আনন্দময় চেতনায় গ্রন্থ সংকলনের মাধ্যমে পাঠকের সঙ্গে ভাগ করে নেয়ার সাধনা শুধু ধৰ্মলগ্ন ঐকান্তিকতার প্রমাণ নয়, বরং তা একই সঙ্গে লেখকের সৃজনশীল মননের দ্যোতকও বটে। বাংলা সাহিত্যকে মহামতি বুদ্ধের ব্যক্তিত্ব ও আদর্শ কতভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করেছেন, তার সংকেত বহনকারী এই সংকলন গ্রন্থের জন্য সম্পাদক প্রশংসার দাবিদার। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামেশিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক কনক বরণ বড়ুয়া সংকলিত ও সম্পাদিত ‘এসাে হে অমিতায়ু বুদ্ধ ও বাংলা ভাষার প্রথম প্রাণস্পন্দন- চর্যাপদ এর প্রকাশনা উৎসবে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, এই বৃহৎ দুটি সংকলনগ্রন্থ অধ্যাপক কনক বরণ বড়ুয়ার অপরিসীম নিষ্ঠা, ত্যাগ ও আন্তরিকতার প্রতিফলন। গভীর মননশীলতার মধ্য দিয়ে আনন্দলাভ ও সেই আনন্দময় চেতনায় গ্রন্থ সংকলনের মাধ্যমে পাঠকের সঙ্গে ভাগ করে নেয়ার সাধনা শুধু ধৰ্মলগ্ন ঐকান্তিকতার প্রমাণ নয়, বরং তা একই সঙ্গে লেখকের সৃজনশীল মননের দ্যোতকও বটে। বাংলা সাহিত্যকে মহামতি বুদ্ধের ব্যক্তিত্ব ও আদর্শ কতভাবে প্রভাবিত ও অনুপ্রাণিত করেছেন, তার সংকেত বহনকারী এই সংকলন গ্রন্থের জন্য সম্পাদক প্রশংসার দাবিদার। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের মহোদয়। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. অনুপম সেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, একুশে পদক প্রাপ্ত অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর মহাসচিব, প্রাক্তন ডিআইজি অব পুলিশ মি. পি আর বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, দৈনিক আজাদী সহযোগী সম্পাদক বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত মি. রাশেদ রউফ।
উদযাপন পরিষদের সচিব ভিক্ষু তন্হংকর ও মিসেস চম্পাকলি বড়ুয়া’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর যুগ্ম মহাসচিব মি. দেবপ্রিয় বড়ুয়া। প্রকাশনা উৎসব কমিটির প্রতিবেদন পেশ করেন উদযাপন পরিষদের সদস্য বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক, গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক, প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল এর যুগ্ম সাধারণ সম্পাদক মি. কমলেন্দু বিকাশ বড়ুয়া।
অনুষ্ঠানে রোহিণী-বিশাখা ফাউন্ডেশন কর্তৃক বৌদ্ধিক গবেষণাধর্মী প্রকাশনা প্রকাশনা সংস্থা পালি বুক সোসাইটির কর্ণধার প্রয়াত বিজয় কৃষ্ণ বড়ুয়া ও প্রয়াত অজিত বরণ বড়ুয়াকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।