নিজস্ব প্রতিবেদক : আজ ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন। শুভ বড় দিন সবাইকে । তিনি এ জগতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে । আজও তাই আমাদের প্রার্থনা থাকবে সব দ্বন্দ্ব ও দূর্যোগের অবসান ঘটুক, বড় দিন জয় করে নিক সব রোগ, শোক-তাপকে ।
বড়দিন মানেই বর্ণিল উৎসব, আনন্দ বিনোদন আর খাওয়া-দাওয়ায় ছুটি উপভোগের মহা আয়োজন। আর এই বড়দিন উদযাপনে উপভোগ্য এবং জমকালো আয়োজন করেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।
বড়দিন উপলক্ষ্যে ইতিমধ্যে বড়দিনের থিমে দর্শনীয়ভাবে সাজানা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। নান্দনিকভাবে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। এছাড়া বড়দিনে সান্তাক্লজ, উপহার আয়োজনের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বড়দিনের নানা মুখরোচক খাবার ও বুফে ডিনারের আয়োজন রাখা হয়েছে।