আবদুল মান্নান, খাগড়াছড়ি
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনই হোক আলোকিত খাগড়াছড়ি’র মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় খাগড়াছড়ি চৌধুরী বিল্ডিংয়ে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত খাগড়াছড়ি’র প্রধান কার্যালয় উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ‘গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন। স্বাধীন মত প্রকাশের সুযোগ নিয়ে এক শ্রেণির সাংবাদিক নামধারী ব্যক্তিবর্গ সমাজে অপসাংবাদিকতা চর্চা করার চেষ্টা করছে৷ তাই পেশার স্বার্থে এ সব ব্যক্তিবর্গের বিরুদ্ধে আপনাদেরই সোচ্চার হতে হবে।’
সরকারের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘‘সমালোচনা করতে গিয়ে অনেক সময় সাংবাদিকরা ‘মিথ্যা ও ভুল তথ্য’ পরিবেশন করেন৷ সমালোচনা যেন না হয়, যেটা আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষতিকর এমনটি করা যাবে না।’
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া বলেন, ‘সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই জনমত গঠিত ও প্রভাবিত হয়। শুধু বিভাগীয় বা জেলা শহরগুলোতেই নয়, বরং উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন। এসব সাংবাদিকের পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তথ্যপ্রযুক্তি-সুবিধা নিশ্চিত করাসহ দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারী সাংবাদিকদেরও সমান সুযোগ দিতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন অনলাইন নিউজ পোর্টাল আলোকিত খাগড়াছড়ি’র সম্পাদক মোঃ আবদুর রউফ। এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ির পেশাগত সাংবাদিক, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।