সোমবার-১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আগুনে পুড়ে সব হারিয়েছে একটি পরিবার

আবদুল মান্নান

মানিকছড়িতে আগুনে পুড়ে বসত ঘর ছাই
মানিকছড়ির ওয়াকছড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত ঘর।
মঙ্গলবার রাত সাড়ে ৬ টায় উপজেলার সদর ইউপির ১ নং ওয়াডের ওয়াকছড়ি এলাকায় থোয়াইগ্য মারমা(৩২) পিতা অংগ্য মারমার কুঁড়ে ঘরে মোমবাতি থেকে আগুনের সূত্রপাতে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। অংগ্য মারমা ও তার স্ত্রী ঘরের বাহিরে থাকা অবস্থায় ঘরে থাকা মোমবাতির আগুন মূহুর্তে কুঁড়ে ঘরে ছড়িয়ে পড়ে। এতে বেড়া ও টিন আবৃত ঘরটি নিমিষে ছাই হয়ে যায়। ঘরে থাকা ধান, কাপড়- চোপড়, হাঁড়পাতিল সবই পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে ছুটে যান। সাবেক ইউপি মহিলা সদস্য শিউলি বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype