মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে বয়স্ক, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারে মাঝে শীতবস্ত্র বিতরণ

 

খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় ঋতু ভিন্ন এখানে দুয়েক মাসে ঋতু বদল হয়ে ফিরছে বছরে ছয় ঋতু। শীত কালীন সময়ে গায়ে গরম কাপড় ছাড়া শীত থেকে রেহাই নেই । তাছাড়া পার্বত্যঞ্চলে শীতে প্রভাব আগাম পরে। ঐ সময়ে শীতের এই তীব্রতায় নাকাল হতদরীদ্র অসহায় পরিবারগুলো বেচেঁ থাকতে খুবই কষ্টসাধ্য। প্রত্যান্ত অঞ্চলে শীতের এই তীব্রতা থেকে রেহাই পাওয়ার জন্য সকাল সন্ধ্যা কাঠের মধ্যে আগুন ধরিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে এই অসহায় মানুষেরা। পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে এই শীর্তাত মানুষের পাশে দাড়িয়েছে মারমা যুব কল্যাণ সংসদ।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়া পাড়া এলাকাবাসীও মারমা যুব কল্যাণ সংসদ আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে মারমা কমিউনিটি সেন্টারে বয়স্ক, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারে মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মারমা যুব কল্যাণ সংসদ ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সাবেক চেয়ারম্যানও মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা চাইথো অং মারমা। মারমা উন্নয়ন সংসদ সদর শাখায় সাধারণ সম্পাদক নিয়ং মারমা উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যও মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা মং ক্য চিং চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যও মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মং সুই প্রু চৌধুরী অপু , বলে মারমা প্রমুখ।
এসময় সমাজ সেবক মংক্যচিং মহাজন, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা অং সুই মারমা, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা সুইলামং মারমা(উকিল), মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি সহ সম্পাদক বাঁশরী মারমা, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি সহ- সভাপতি ক্যজরী মারমা, মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি অর্থ সম্পাদক মংসা অং মারমা, ২ নং কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাপ্রু মারমা, উচিং মং মারমাসহ অনেকে উপস্থিত ছিলেন।
মারমা উন্নয়ন সংসদ কমিটি নেতা সাথে কথা বলে জানা গেছে খাগড়াছড়ি সদরে বৃদ্ধ, প্রতিবন্ধী, বিধবা এবং দুঃস্থ ও হতদরীদ্র পরিবারের মাঝে ৩শত ৮০ পরিবারের মাঝে ৩৮০টি কম্বল বিতরণ করেছে এবং করোনা মহামারী থেকে রক্ষার জন্য জেলা প্রশাসনের থেকে দেয়া মাস্ক সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে বাঁশরী মারমা ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype