
রাউজান উপজেলায় ০১ ডিসেম্বর রোজ মঙ্গলবার রাউজান থানা পুলিশের আয়োজনে১২নং উরকিরচর ইউনিয়ন আবুরখীল গ্রামে শহীদ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বীর বিক্রম এর প্রতি শ্রদ্ধা নিবেদন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বীর বিক্রম এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে কবর জেয়ারত শেষ করে ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল এর সভাপতিত্বে রাউজান রাঙ্গুনিয়া সার্কেল এ এস পি আনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডি আইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক,অতিরিক্ত ডি আইজি ইকবাল হোসেন,হাটহাজারী সার্কেল এ এসপি আব্দুল্লাহ আল মাসুম,রাউজান থানার অফিসার ইন্চার্জ আব্দুল্লাহ আল হারুন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ড.বিকিরণ প্রসাদ বিড়ুয়া,বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান এর ভাতিজা আশরাফুল হক হিমেল,বিশিষ্ট গবেষক এস কে মাহবুব,বীর মুক্তিযোদ্ধা যিশুবড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া,সাধারণ সম্পাদক শফিউল আলম সহ উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।