মোহাম্মদ জুবাইর
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের কাছে শুভবোধের ঈশ্বরীয় প্রতীক। কুরুক্ষেত্রের যুদ্ধে সত্যের পথে শ্রী কৃষ্ণ পঞ্চ পান্ডবদের প্রেরণা যুুগিয়ে ছিলেন। আজ আমরা যারা সত্যের পথে চলছি তাদের জন্য তিনি এখনও অনুসরণীয়। মনে রাখতে হবে সকল ধর্মেরই মূল বাণী শান্তি, সত্য ও মানবতার চর্চা। ধর্মচর্চা ও পালন মানুষের জীবনকে পরিশুদ্ধ করে। আমার প্রত্যাশা ধর্ম চর্চার মাধ্যমে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ দূর হবে। মানুষের জীবন ফুলের মত পবিত্র হয়ে উঠবে।
তিনি আজ বুধবার দুপুরে নন্দনকানন ইসকন রাধা মাধব মন্দিরে শ্রী শ্রী অন্নকূট মহোৎসব ও শ্রী প্রভুপাদ এর ৪৩ তম তিরোধাম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসকন বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি ভক্তিপ্রিয় গদাধর গোস্বামী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, নগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাশ বহ্ম্যচারী, মুকুন্দ ভক্তি দাস বক্তব্য রাখেন।