মোহাম্মদ জুবাইর
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম । তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল স্তরের সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের দিকনির্দেশনা ও কর্মপন্থা তুলে ধরেন।
বিট পুলিশিং কর্মকর্তাদের তাদের দায়িত্ব পালনে সচেতনতা ও আন্তরিকতা বৃদ্ধি করতে বলেন। থানার অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধির নির্দেশ দেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে জনমুখী পদক্ষেপ নিতে বলেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ মিলন মাহমুদ, বিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এন এম নাসিরুদ্দিন সহ সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।