
মোহাম্মদ অলিউল্লাহ
সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ফটিকছড়ির ২০টি সরকারি অনুমোদন প্রাপ্ত সেচ্ছাসেবী সংগঠন পেলো (৬,৮০,০০০) ছয় লক্ষ আশি হাজার টাকার চেক।
গত বৃহস্পতিবার দুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব তাঁর নিজ কার্যালয়ে এই ২০ টি সংগঠনের প্রত্যেকটিকে ৩৪ হাজার টাকা করে অর্থ চেক প্রদান করেন। তিনি বলেন, এই চেক প্রদানের বিষয়টি চিন্তা করলে বুঝা যায় আমারদের প্রধানমন্ত্রী কোথায় পর্যন্ত চিন্তা করতেছেন, আমি আশা করছি এ সংগঠন গুলোর যারা নেতৃত্বে আছেন তারা মাধক, ইয়াবা, বাল্যবিবাহসহ বিভিন্ন কর্মকান্ডে সচেতনতা গড়ে তুলবে এবং মানুষের সুখ দুঃখে পাশে থেকে সামাজিক কর্মকান্ডে তারা অগ্রণী ভূমিকা রাখবে।
উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আচার্য্য বলেন, আমরা জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে পূর্বে অনুমোদন প্রাপ্ত ১৭টি ও নতুন ৩টি সহ মোট ২০টি সেচ্ছাসেবী সংগঠনকে অর্থবছর ২০১৯-২০ এককালিন ৩৪ হাজার টাকা করে ২০টিকে ৬,৮০,০০০ টাকার চেক হস্তান্তর করেছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননাহার মুক্তা, আ:লীগ নেতা মীর মোর্শেদ, যুবলীগ নেতা আক্কাস আলী, ছাত্রলীগ নেতা আফাজ উদ্দিন বাপ্পীসহ চেক গ্রহণকারী সংগঠন গুলোর প্রতিনিধিবৃন্দ।