বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রামগড়ে মুক্তিযোদ্ধার উপর হামলা ও হুমকীর অভিযোগে সংবাদ সম্মেলন

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা: খাগড়াছড়ির রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার উল্ল্যাহ মজুমদারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকী ও হামলার অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে রামগড় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় রামগড় বাজারের পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ অফিসে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলননে অভিযোগকারী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: বাহার উল্ল্যাহ মজুমদার বলেন, গত ৬ অক্টোবর সোনাইপুল আল ফালাহ জামে মসজিদের ভিতরে কমিটির সভায় বর্তমান কমিটির আয়-ব্যয় হিসেবের কথা বলায় কমিটির লোকজন মসজিদের ভিতরে তাকে গালমন্দসহ প্রাণনাশের হুমকি ও হামলা করে। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, নিরাপত্তা চেয়ে গত ১৪ অক্টোবর রামগড় থানায় একটি সাধারণ ডায়রী করেন। সাধারণ ডায়রীতে বর্তমান কমিটির পক্ষে মসজিদ এলাকার শাইফুল ইসলাম মজুমদার, শরিফুল ইসলাম মজুমদার, জিয়া উদ্দিন বাবু, খোকন ,রাজু ও আরিফ এর বিরুদ্ধে তার উপর হামলা ও প্রাণনাশের হুমকীর অভিযোগ এনে থানায় অভিযোগ করলেও অদ্যাবধি অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেন সংবাদ সম্মেলনে।

মসজিদের ভেতর বীর মুক্তিযোদ্ধা বাহার উল্ল্যাহ মজুমদারের উপর হুমকি ধমকির নিন্দা জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার মফিজুর রহমান বলেন, একজন প্রবীণ ব্যক্তি এবং মুক্তিযোদ্ধার উপর অকথ্য অশ্লীল ভাষায় গাল মন্দসহ হুমকি সত্যিই দু:খজনক। অভিযুক্তদের অভিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভবিষ্যতে এরকম ভাবে অন্য কোনো মুক্তিযোদ্ধার ওপর হুমকির ঘটনা যেন না ঘটে এবং ঐ মুক্তিযোদ্ধার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করণের বিষয়ে প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেন।

এসময় অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়া,ভূবন ত্রিপুরা, প্রমোদ বিহারী, জাফর উল্যাহ,আবুল খায়ের, হরেন্দ্র ত্রিপুরা, ফকির আহাম্মদসহ স্থানীয় সাংবাদিক প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype