নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের রাউজান উপজেলায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার সর্তারঘাটের হালদা বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৌদ্ধদের জাতীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।আশির্বাদক অধ্যক্ষ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরো। রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কমিটির সভাপতি সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জ্ঞাননন্দ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান,কাউন্সিলর আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।