শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাউজানে ডাবুয়া-হলদিয়া যুগল সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলায় ডাবুয়া-হলদিয়া যুগল সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন ৫ মে শুক্রবার ভট্টপাড়া মাঠ সংলগ্ন সংঘের কার্যালয়ে অনুষ্টিত হয়।এতে ৭ টি পদের বিপরীতে ৬ টি পদে উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্টিত হয়।এতে বিনা প্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় বাকী ৬ টি পদে নির্বাচন অনুষ্টিত হয়।আর ৬ টি পদের জন্য ১২ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন।দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্টিত নির্বাচনে ৫৫ জন ভোটারের মধ্য ৫৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।সরেজমিন গিয়ে দেখা যায় ভোটার ছাড়াও সমর্থক,এলাকার নারী পুরুষ ভট্টপাড়া মাঠের দক্ষিণ পাশে অবস্থান করে ভোটের আনন্দ উপভোগ করেন।বিকাল ৪ টার পর ভোট বাক্স খুলে ভোট গণনা শুরু করেন নির্বাচন কমিশনে দায়িত্ব থাকা ব্যাক্তিবর্গ।এছাড়া চিকদাইর পুলিশ ফাড়ির এস আই আবদুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ আইন শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত।প্রধান নির্বাচন কমিশনার মৃদুল কান্তি ঘোষ সকল প্রাথী,সমর্থকদের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেন।এসময় সহকারী নির্বাচন কমিশন মাস্টার ভাগ্যধন ভট্টচার্য,বিশু তালুকদার,মাস্টার অশোক কুমার ঘোষ,বাপ্পা দাশ উপস্থিত ছিলেন।ডাবুয়া ইউনিয়নের ১ নং ওয়াডের ইউপি সদস্য জসিম উদ্দিন,হলদিয়া ইউপির ৬নং ওয়াডের ইউপি সদস্য শামসুল আলম চৌধুরী,সাংবাদিক এম বেলাল উদ্দিন,যুগল সংঘের সাবেক সেক্রেটারী ও মুক্তিপথ উন্নয়ন কেন্দ্রের অফিসার সুমন কুমার ঘোষ,ব্যবসায়ি মুহাম্মদ ফরমান উল্লাহ চৌঃ নির্বাচন পর্যবেক্ষণ করেন।সুমন ঘোষ বিনা প্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় সে পদে আর ভোট হয়নি।এছাড়া ফলাফলে দেখা যায় সহ-সভাপতি পদে সুজন দে ভোট পেয়েছেন ৩৩ টি,তার নিকটতম প্রতিদন্ধি অপু ঘোষ পেয়েছেন ২০ টি,সাধারন সম্পাদক পদে লিংকন তালুকদার ভোট পেয়েছেন ৩৭ টি,তার নিকটতম প্রতিদন্ধি রুবেল ঘোষ পেয়েছেন১৭ টি,সহ-সাধারন সম্পাদক পদে রকি ভট্টচার্য পেয়েছেন৩৮ভোট,তার নিকটতম প্রতিদন্ধি পরিতোষ দে পেয়েছেন১৬ভোট,অর্থ সম্পাদক পদে টিটু ঘোষ পেয়েছেন ৩৪ ভোট,তার নিকটতম প্রতিদন্ধি বাবলা ভট্টচার্য পেয়েছেন ২০ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে পলাশ দে পেয়েছেন সর্বোচ্ছ ৪০ ভোট,তার নিকটতম প্রতিদন্ধি প্রসেনজিৎ ভট্টচার্য পেয়েছেন১৪ ভোট,প্রচার সম্পাদক পদে ছোটন ঘোষ পেয়েছেন ৩৮ ভোট,তার নিকটতম প্রতিদন্ধি স্বপন চক্রবর্তী পেয়েছেন১৬ ভোট।এদিকে নির্বাচনের ফলাফল ঘোষনার সাথে সাথে বিজয়ি ও তাদের সমর্থকদের বিজয় উল্লাস করতে দেখা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype