
আন্তর্জাতিক ডেস্ক:
লন্ডন পলমলে কমনওয়েলথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে করোনা অতিমারি উত্তরণে বাংলাদেশের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেন, অনুন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ এক অনুকরণীয় আদর্শ হয়ে উঠেছে। গত বছরের ২৫ অক্টোবর সুনাক দায়িত্ব নেয়ার পর প্রথম দুই নেতার বৈঠক হয়।