সোমবার-২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হালদা নদীতে ডুবে প্রতিবন্ধি এক তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক রাউজান 

চট্টগ্রামের রাউজান উপজেলায় হালদা নদীতে ডুবে রাহুল দাস (২১) নামে এক তরুনের মৃত্যু হয়েছে।বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই তরুন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান পক্রিয়া শুরুর প্রস্তুতি নেয়। তথক্ষণে নিহত রাহুলের মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহুলকে।মারা যাওয়া রাহুল দাশ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আজিমের ঘাট এলাকার সাধন জলদাসের ছেলে। রাহুলের জেঠাতো ভাই মিশু দাস বলেন, সকালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল রাহুল। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ডুবুরি দলের সদস্যদের উদ্ধার পক্রিয়া শুরুর আগেই মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা জানিয়েছেন রাহুল শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সাতার জানতেন না। সেকারণেই তার মৃত্যু হয়। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমাদের ডুবুরি না থাকায় আমারা চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ডুবুরিদের সহায়তা চাইলে তারা রওনা দেন। ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌছার আগেই মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা নদী থেকে রাহুলকে উঠিয়ে নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype